
প্রকাশিত: Sun, Jul 9, 2023 11:40 PM আপডেট: Tue, Apr 29, 2025 4:14 AM
[১]ভারত এশিয়া কাপ খেলতে না আসলে পাকিস্তানও বিশ^কাপ খেলতে যাবে না: ক্রীড়ামন্ত্রী
সাঈদুর রহমান: [২]শনিবার এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি। এর আগে অনেক নাটকীয়তার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রস্তাবিত হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
[৩]ভারতে অনুষ্ঠিতব্য বিশ^কাপে খেলতে যাবে কিনা তার সিদ্ধান্ত নিবে পাকিস্তান সরকার, এই তথ্য জানিয়েছিলেন পিসিবির সদ্য সাবেক হওয়া চেয়ারম্যান নাজাম শেঠি। তিনি দায়িত্ব ছাড়ার পর তার চেয়ারে বসেছেন জাকা আশরাফ। বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য পাক প্রধানমন্ত্রী শুক্রবার একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেন। এরপরই এশিয়া কাপ ও বিশ^কাপ নিয়ে নাটকীয়তার নতুন মোড় নিয়েছে পাকিস্তান ক্রীড়া মন্ত্রীর বক্তব্যে। সূত্র: আনন্দবাজার
[৪]বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ছাড়াও স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিলো। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলার প্রয়োজনীয় অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিলো চিঠিতে।
[৫]পাক ক্রীড়ামন্ত্রী বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড আমার মন্ত্রণালয়ের অধীন। আমার ব্যক্তিগত মতামত, ভারত যদি এশিয়া কাপ খেলার ব্যাপারে নিরপেক্ষ কেন্দ্রের দাবিতে অনড় থাকে, তা হলে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলোর ক্ষেত্রে একই দাবি করবো।
[৬]বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, আহমেদাবাদ কোনো বিষয় নয়। পাকিস্তান আগেও সেখানে খেলেছে। কিন্তু আগে ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া প্রয়োজন। ভারতের উচিত পাকিস্তানে এসে খেলা। পিসিবি চেয়ারম্যান দক্ষিণ আফ্রিকায় গেছেন। আগে দেখি তিনি ফিরে এসে কী জানান। সূত্র: ডন
[৭]তিনি আরো বলেন, ভারত বিশ্বকাপে যাওয়া না যাওয়া নিয়ে গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। সদস্য হিসাবে রয়েছেন ১১ জন মন্ত্রী। তাদের মধ্যে আমি একজন। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে প্রধানমন্ত্রীকে সুপারিশ করবো। প্রধানমন্ত্রী পিসিবির প্যাট্রন ইন চিফ। তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সম্পাদনা: এল আর বাদল
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা

[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ

[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ

[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ

[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
